সুদ ব্যবসায়ীদের কাছ থেকে অসহায় পরিবারের ভ্যান উদ্ধার করে দিলেন পুলিশ
এসআর শফিক স্বপন মাদারীপুর
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৩৯ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:৪০
সুদের টাকা পরিশোধ করতে না পারায় মাদারীপুরের ডাসারে মোঃ সেকেন্দার মোল্লা (৪৮) নামে এক ভ্যান চালককে মারধর করে ব্যাটারি চালিত ভ্যান, টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বেশ কয়েকজন সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে। এদিকে এই ঘটনায় ওই ভ্যান চালক বাদি হয়ে সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে সুদ ব্যবসায়ীদের কাছ থেকে ওই অসহায় পরিবারের ভ্যানটি উদ্ধার করে তাদের হাতে তুলে দিয়েছেন থানা পুলিশ। আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ।
থানা পুলিশ ও ভূক্তভোগীর অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়নের বেতবাড়ি গ্রামের আজিজ মোল্লার ছেলে অসহায় ভ্যান চালক সেকান্দার মোল্লা একই ইউনিয়নে আলিসা কান্দি গ্রামের সুদ ব্যবসায়ী আজিজুল বেপারীর কাছ থেকে দীর্ঘদিন পূর্বে ২০ হাজার টাকা সুদে আনেন। বিগত মাসে ওই সুদ ব্যবসায়ীকে তার সুদের টাকা পরিশোধ করে আসছেন অসহায় ভ্যান চালক সেকান্দার মোল্লা। কিন্তু সুদ ব্যবসায়ীদের এক মাসের সুদের টাকা পরিশোধ করতে পারেননি ভ্যান চালক সেকান্দার। এতে ক্ষিপ্ত হয়ে সুদ ব্যবসায়ী আজিজুল বেপারী তার লোকজন নিয়ে ভ্যানচালক সেকান্দার মোল্লাকে মারধর করে মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারি চালিত ভ্যান, টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়েছেন বলে জানান সেকান্দর। এই ঘটনায় ওই ভ্যান চালক বাদি হয়ে সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে সুদ ব্যবসায়ীদের কাছ থেকে ওই অসহায় পরিবারের ভ্যানটি উদ্ধার করে তাদের হাতে তুলে দিয়েছেন থানা পুলিশ।
অসহায় ভ্যানচালক সিকান্দার মোল্লা কান্না জড়িত কন্ঠে বলেন, আমি আজিজুল বেপারীর কাছ থেকে বেশ কিছুদিন আগে ২০ হাজার টাকা সুদে এনেছি। আমি তাকে প্রতি মাসে সুদের টাকা দিলেও গত এক মাসের টাকা দিতে পারে নাই। তাই সে তার লোকজন নিয়ে আমার ভ্যান, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে তাই আমি থানায় অভিযোগ দিয়েছি। পরে থানা পুলিশ আমার ভ্যানটি ফেরত এনে দিয়েছে। আমার বাকি মালামাল ফেরত চাই।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে অসহায় পরিবারের ভ্যান উদ্ধার করে তাকে দেয়া হয়েছে। তবে অভিযুক্তদের পাওয়া যায়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত