সুচির উন্নত চিকিৎসার আবেদন নাকচ করল সামরিক জান্তা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০১ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ২২:২৮

 দীর্ঘদিন ধরে আটক আছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থার আবেদন জানানো হলেও দেশটির সামরিক জান্তা এই অনুরোধ নাকচ করেছে।

গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় নিজের পরিচয় প্রকাশে অনিচ্ছুক সূত্র বলেন, ‘তার মাড়ি ফুলে গেছে এবং তিনি ভালো করে খাবার খেতে পারছেন না। তিনিমাথা ঘুরানো ও বমি বমি ভাবের অভিযোগ করছেন’।

সম্প্রতি ‘গণ অসন্তোষে উসকানি’ এবং ‘কোভিডবিধি ভাঙার’ অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দেওয়া চার বছরের কারাদণ্ড কমিয়ে দুই বছর করা হয়।

২০২১ সালের  ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে বন্দী সু চির বিরুদ্ধে দুর্নীতি, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনসহ ১১টি মামলা হয়েছে। এর মধ্যে প্রথম মামলায় দুই অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত