জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের মৃত্যু

  ছাইদুর রহমান,জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৮ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে  হাতাহাতির ঘটনায় আবুল কালাম (৫৮) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১০ টার দিকে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত আব্দুল কালাম ওই এলাকার মৃত হোসেন আলী ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,'জমি নিয়ে দীর্ঘদিন ধরে মনজু মন্ডলের সাথে বিরোধ চলে আসছিল নিহত আবুল কালামের । ওই বিরোধ নিষ্পত্তির জন্য আজ বুধবার ( ২৫ ডিসেম্বর) সকালে গ্রাম্য সালিশ বসে। সালিশ শুরুর পূর্বে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। 

এক পর্যায়ে হাতাহাতি হলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আবুল কালাম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন,'জমি নিয়ে বিরোধের জেরে গ্রামের দরবার (গ্রাম্য সালিশ) চলছিল। দরবার শুরুর আগ মুর্হুতে উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত