সিরাজদিখান মধ্যম শিয়ালদীতে টানা দ্বিতীয় বার নির্বাচিত হলেন ভবন দাস
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ১৫:২১ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৪৯
টানা দ্বিতীয় বারের মত সিরাজদিখান ইছাপুরা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হলেন মধ্যম শিযালদী গ্রামের মৃত আসানন্দ দাসের ছেলে ভবন দাস। গত রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফুটবল প্রতীকে ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুন লাকরিয়া তালা চাবি প্রতীকে পেয়েছেন ৪৪৫ ভোট। অপর প্রার্থী গাজী দেওয়ান মোরগ প্রতীকে ১৬০ ভোট।
এ ব্যাপারে ভবন দাস বলেন, এ বিজয় মধ্যম শিয়ালদী বাসীর বিজয়। এ বিজয় আওয়ামী লীগের। এ বিজয় বঙ্গবন্ধুর বিজয়। এ বিজয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয়। আগামীতে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মধ্যম শিয়ালদী ০৮ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই। জনগণের ভালবাসায় আমি আবারো ইছাপুরা ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি৷ আমি আশা করছি এ ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। ওয়ার্ডের জনগণ আবারো আমার উপর আস্থা রাখায় আমি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আমি আজীবন তাদের সেবক হিসেবে কাজ করে যাবো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত