সিরাজদিখান বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৬:৫৯ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:০৯
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত ও সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে সিরাজদিখান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তহিদুল ইসলাম বারির নেতৃত্বে সিরাজদিখান বাজারে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৫৩ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত ও সংরক্ষণসহ ভোক্তা স্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টিকারী অবহেলার জন্য অভিযুক্ত ওয়ার বেকার প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সিরাজদিখান থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তহিদুল ইসলাম বারি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন মিউটেশন সহকারী মোঃ সাইফুল ইসলাম,সার্টিফিকেট সহকারী মেহেদী কিরন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত