চাঁদাবাজির মামলা তুলে নিতে চাপ-
সিরাজদিখানে স্বামী-স্ত্রী ও শিশুকে পরিকল্পিত হামলায় আহত ৩
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৬ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ২১:০০
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় চাঁদাবাজির একটি মামলা তুলে নেওয়ার জন্য জামিনে মুক্ত এক আসামী বাদীর পরিবারকে সন্ত্রাসী কায়দায় চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় স্বামী-স্ত্রী ও তাদের এক নাবালক শিশুকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় সিরাজদিখান থানায় বাদীর স্ত্রী হালিমা বেগম এ লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, সিরাজদিখান উপজেলার রশুনিযা ইউনিযনের উত্তর তাজপুর গ্রামের অভিযুক্ত মহিউদ্দিন ও তার স্ত্রী রোমানা বেগমসহ কয়েকজন দীর্ঘদিন ধরে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি, ভয়ভীতি ও নির্যাতন চালিয়ে আসছিল। ঘটনার দিন বেলা ১১ টায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে মোঃ কবির হোসেনের বসতবাড়িতে হামলা চালায়। ঘরে ঢুকে স্বামী মোঃ কবির হোসেন, তার স্ত্রী হালিমা বেগম ও শিশু সন্তান সামিউলকে বেধড়ক মারধর করা হয়। হামলায় বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয় বলেও অভিযোগ রয়েছে।
আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ভুক্তভোগী হালিমা বেগম বলেন, মহিউদ্দিনের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। চাঁদাবাজির মামলায় আসামি হওয়ায় তারা আমার স্বামী কবির হোসেনকে আমাকে পরিবারসহ হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান জানান, অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত