দুর্গাপুরে জোরপূর্বক পুকুর খননের অভিযোগে ৪টি এস্কেভেটর ভেকুতে আগুন

  নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৫, ২১:৫৯

রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমিতে জোরপূর্বক পুকুর খনন, ৪ টি এস্কেভেটর[ভেকু) তে আগুন দিয়েছে জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার [৩০ ডিসেম্বর) রাত একটার দিকে কিশমতগনকৌড় ইউপির উজালখলসী পূর্বপাড়া বিলে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার গোপালপুর শিবের দিঘি পাড়া এলাকার প্রভাবশালী যুবদল নেতা বেলাল হোসেন ওরুপে [ব্যাটারি বেল্লাল) জমির মালিকদের কিছু না জানিয়ে প্রায় ১০০ বিঘা জমি জোরপূর্বক ৬ টি এস্কেভেটর [ভেকু) দিয়ে খনন শুরু করে। কৃষকেরা উপজেলা প্রশাসনকে জানালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যাটারি জব্দ করে ধ্বংস করা হয়। রাতে আঁধারে আবারও পুকুর খনন শুরু করলে বিক্ষুব্ধ এলাকাবাসী ভেকুতে আগুন দিলে খননকারী চক্র ভেকু রেখেই পালিয়ে যায়। এর মাঝে একটি ভেকু সম্পূর্ণ পুড়েছে, বাকি ৩ টি আংশিক পুড়েছে। কৃষক ইয়াদুল ইসলাম জানান, এই বিলে আমার ১০ কাঠা জমি রয়েছে। আমিসহ অসংখ্য কৃষক জানেনা আমাদের জমিতে পুকুর হবে। ব্যাটারি বেল্লাল জোরপূর্বক পুকুর খনন শুরু করেছিল। এলাকাবাসী ভেকুতে আগুন দিয়েছে। এই ভ‚মি-খেকোদের হাত থেকে আমাদের জমির সুরক্ষা চাই। আমরা পুকুর খনন চাই না। এ বিষয়ে সহকারী কমিশনার [ভ‚মি) লায়লা নূর তানজু বলেন, ফসলি জমিতে পুকুর খননের রোধে প্রশাসন তৎপর রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যাটারি জব্দ, জরিমানা, জেল প্রদান করা হচ্ছে। ওই পুকুর খনন কার্য ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্ধ করা হয়েছিল। ফসলি জমিতে পুকুর খনন রোধে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য,গত বছর একই বিলেতে ব্যাটারি বেল্লাল প্রায় ৭০ বিঘা জমিতে জোরপূর্বক ১০টি এস্কেভেটর ভেকু দিয়ে পুকুর খনন করে মাছ চাষ করে আসছে। তবে সব মিলিয়ে ব্যাটারি বেল্লালের খটির জোর কতদুর।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত