খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সিরাজদিখানে উপজেলা বিএনপির দোয়া মাহফিল

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:০২ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৫, ২০:৪৮

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেরা মোড় বাসস্ট্যান্ড সিরাজদিখান উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োাজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

তিনি সকলকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানান।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, এম হায়দার আলী, মোঃ আবুল হোসেন অপু,দুলাল দাস,মোতাহার হোসেন, মোয়াজ্জেম হোসেন বাবুল,মোঃ আতাউর রহমান হাওলাদার, মোঃ ছিদ্দিক মোল্লা, মোঃ নাছিম খান,মোঃ শাহ আলম, খলিলুর রহমান, বিমল দাস, কামাল হোসেন কাজী, সফিকুল ইসলাম বাদল, হাফেজ মোঃ আলমগীর,মোঃ ইয়াছিন সুমন,শাহাদাৎ শিকদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত