সিরাজদিখানে সাত বছর সংসারের পর যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ
সিরাজদিখান (মুন্সগিঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮
সাত বছর সংসার করার পর স্ত্রীকে মারধর করে যৌতুকের টাকা দাবির অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিযনের চন্দধূল গ্রামে।
ভুক্তভোগী স্ত্রী মোসাঃ আলো আক্তার জানান, বিয়ের পর থেকে পারিবারিকভাবে সংসার চললেও স্বামী বিভিন্ন অজুহাতে যৌতুকের টাকা দাবি করত। সম্প্রতি স্বামী অতিরিক্ত যৌতুক দাবি করতে থাকে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। নির্যাতিত গৃহবধূ আলো আক্তার বর্তমানে স্থানয়ি হাসপাতালে চিকিৎসায় আছেন।
এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই পরিবারে কলহ চলছিল। স্বামী নিয়মিতভাবে আর্থিক চাপে স্ত্রীকে হুমকি ও নির্যাতন করত। আহত আলোয় আক্তার বলেন.আমার সাত বছর ধরে বিয়ে হযেছে। আমার ৬ বচর বয়সী এক কন্যা সন্তার আছে। আমার স্বামী মাদক সেবন করে কোন কাজ করেন না। সংসার কিভাবে চলবে একথা বললেই আমাকে মারধর করেন। আমার স্বামী মোঃ মোক্তারের সাথে বিভিন্ন মেয়ের সাথে অবৈধ পরোকিয়ার সম্পর্ক রয়েছে। আমার স্বামী মোক্তার, আমার ভাসুর মোঃ আক্তার,এলাকার নান্নু মাঝি ও আলীনূর বেগম গত মঙ্গলবার আমার বাবার বাড়ি এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করে গিয়েছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই ।
ভুক্তভোগী নারীর মা রোকেয়া বেগম বলেন,আমার মেয়ে বর্তমানে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে পরিবার সূত্রে জানা গেছে, তিনি মুন্সীগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলী আদালতে ২০১৮ সসনের যৌতুক নির্যাতন দমন আইন ৩ ধারায় আইনি সহায়তার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত