ডাকাতিতে বাধা দেওয়ায় নাইটগার্ডকে গলাকেটে হত্যা
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:২৪ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ২১:৫৭
প্রতীকী ছবি
কুড়িগ্রামের রাজারহাটে মেরিস কোম্পানিতে ডাকাতির ঘটনায় নাইটগার্ড তপন দাসকে (৫০) গলাকেটে হত্যা করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার শান্তি নগর এলাকায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত প্রতিষ্ঠানটিতে হানা দেয়। ডাকাতদের বাধা দিতে গেলে তারা নাইটগার্ড তপন দাসের ওপর হামলা চালিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। প্রতিষ্ঠানটির মালামাল লুট ও আনুমানিক ৩৫ লাখ টাকা ডাকাতি করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়া চলছে। দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হবে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত