মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ৫০ লাখ টাকা ডাকাতি

  লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৭ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৫, ২১:৫৫

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় এক কুয়েত প্রবাসীর বাড়িতে সংঘটিত হয়েছে ভয়াবহ ডাকাতির ঘটনা। শনিবার (১৩ ই ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামের কুয়েত প্রবাসী মো. আল-আমিনের বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতি হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, আল-আমিন কুয়েত থেকে দেশে ফিরেছে মাত্র পাঁচ আগে। ডাকাতরা তার বাড়ি থেকে প্রায় ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রা প্রায় ১০০ দিনার, একটি আইফোন ইলেভেন প্রো ও একটি স্যামসাং মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে লুট হওয়া মালামালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে দাবি পরিবারের।

আল-আমিনের বাবা আব্দুর রাজ্জাক জানান, রাতের আঁধারে ১৫ থেকে ২০ জন মুখোশধারী ডাকাত নৌপথে ট্রলারযোগে এসে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রবেশের পরপরই তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি সৃষ্টি করে এবং ঘরের সবাইকে জিম্মি করে ফেলে। ডাকাতদের হাতে ছিল দা, চাইনিজ কুড়াল ও আগ্নেয়াস্ত্র (সটগান)।

এ ঘটনায় বাড়ির সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। ফুটেজে দেখা যায়, ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িটিতে প্রবেশ করছে।

এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এম. হান্নান বলেন,খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আমি সহ আমাদের সার্কেল এসপি ঘটনাস্থলে আছি এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত