বিক্রমপুর যাদুঘরে ত্রিবেনী চিত্র প্রদর্শনী ও স্ব্যাস্থ্য মেলা 

  শ্রীনগর (মুন্সিগঞ্জ) থেকে নজরুল ইসলাম

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ২০:২৪ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্রমপুর যাদুঘরে ত্রিবেনী চিত্র প্রদর্শনী ও স্ব্যাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর রবিবার বেলা সাড়ে ১২ টায় আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক কান্ট্রি ডিরেক্টর  ডাঃ মোজাহেরুল হক। 

মহান বিজয় দিবসকে সামনে রেখে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাকান্ডে শহীদ আসমা, নাজমা, ফাতেমা স্মরণে এ আয়োজন ছিলো বিক্রমপুরের গুনীজনদের ব্যানারে। 

জাহাঙ্গীর খানের সভাপতিত্বে এবং ইলিয়াস খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,বিক্রমপুর যাদুঘরের সভাপতি ডাঃ মালেক ভূঁইয়া,কিউরেটর নাসির উদ্দীন জুয়েল, ইউ এইচ ও ডাঃ জসিম উদ্দিন, সিজুয়ে কিন্ডারগার্টেন প্রিন্সিপাল আব্দুল লতিফ মিয়া, সাবেক ব্যাংকার  এস এম এ খালেক, আলেমন নেছা কিন্ডারগার্টেন প্রতিষ্ঠাতা ইউসুফ রানা, মোঃ জাহিদুল ইসলাম, মাহমুদা মোহসিনা বুশরা,আয়শা জাহান নুপুর, মোঃ নুরুল আমিন মিয়া,শামীম আহাম্মেদ বিশ্বাস, রফিকুল ইসলাম, এ টি এম মাসুদ, মাওলানা ইউসুফ ও আবুল কালাম সিকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অধিকাংশ বক্তারা ভাগ্যকুল নার্সিং ইনস্টিটিউটের নামকরণ  শহীদ আসমা, নাজমা ও ফাতেমার স্মরণে করার জন্য সরকারি স্বীকৃতি চেয়ে দাবী জানিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত