ভাঙ্গায় যথাযথ মর্যাদায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মাহমুদুর রহমান(তুরান),ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫
ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সরকারি, আধা-সরকারি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এ উপলক্ষে সকালে ভাঙ্গা উপজেলার চন্ডীদাসদী এবং জান্দী গ্রামের বধ্যভূমিতে পুষ্পস্থাবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মাধবপুর কবরস্থানে দোয়া ও মোনাজাত করা হয়। এতে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু-জাহের সহ আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম,ভাঙ্গা সরকারি কমিশনা( ভূমি) সাদরুল আলম সিয়ামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মমিনুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিলো। কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজও আমাদের প্রেরণার উৎস হয়ে আছে।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান,একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলারানীকুন্ডু প্রমুখ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত