সিরাজদিখানে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে প্রবেশ করে মারধরের অভিযোগ
প্রকাশ: ৫ মে ২০২২, ২১:১২ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০১:০৬
মুন্সিগঞ্জ সিরাজদিখান খিরগাও পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে প্রবেশ করে মারধরের ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুর ২টায় উপজেলার খিলগাও গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, জৈনসার ইউনিয়নের খিলগাও গ্রামের রফিকুল ইসলাম দুদু চেয়ারম্যান , তার ভাই ও সমর্থকদের সাথে একই গ্রামের শাহিন বেপারী,আনোয়ার শেখ,শ্যামল শেখ,দ্বীন ইসলাম বেপারী,সানোয়ার আহম্মেদ,ইলিয়াস বেপারী, ও রনি বেপারীর সাথে নির্বাচন ও দলীয় বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। তারই জের ধরে বুধবার দুপুরে কথাকাটাকাটির এক পর্যায়ে আনোয়ার শেখ,মফিজলের বাড়িতে প্রবেশ করে শাহিন বেপারী,আনোয়ার শেখ,শ্যামল শেখ,দ্বীন ইসলাম বেপারী,সানোয়ার আহম্মেদ,ইলিয়াস বেপারী, ও রনি বেপারীকে মারধর করেছে। পরে আহত অবস্থায় দুজনকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লে· হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিবষয়ে রফিকুল ইসলাম দুদু চেয়ারম্যানও তার ভাই লুৎফর রহমান বলেন ,আমরা ওদের কে কোন মারধর করি নাই।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত