সিরাজদিখানে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে প্রবেশ করে মারধরের অভিযোগ

প্রকাশ : 2022-05-05 21:12:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিরাজদিখানে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে প্রবেশ করে মারধরের অভিযোগ

মুন্সিগঞ্জ সিরাজদিখান খিরগাও পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে প্রবেশ করে মারধরের ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুর ২টায় উপজেলার খিলগাও  গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

 থানায় অভিযোগ সূত্রে জানা যায়, জৈনসার ইউনিয়নের খিলগাও গ্রামের রফিকুল ইসলাম দুদু চেয়ারম্যান , তার ভাই ও সমর্থকদের সাথে একই গ্রামের শাহিন বেপারী,আনোয়ার শেখ,শ্যামল শেখ,দ্বীন ইসলাম বেপারী,সানোয়ার আহম্মেদ,ইলিয়াস বেপারী, ও রনি বেপারীর সাথে নির্বাচন ও দলীয় বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। তারই জের ধরে বুধবার দুপুরে কথাকাটাকাটির এক পর্যায়ে আনোয়ার শেখ,মফিজলের বাড়িতে প্রবেশ করে শাহিন বেপারী,আনোয়ার শেখ,শ্যামল শেখ,দ্বীন ইসলাম বেপারী,সানোয়ার আহম্মেদ,ইলিয়াস বেপারী, ও রনি বেপারীকে মারধর করেছে। পরে আহত অবস্থায় দুজনকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লে· হাসপাতালে  ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।  এ বিবষয়ে রফিকুল ইসলাম দুদু চেয়ারম্যানও তার ভাই লুৎফর রহমান বলেন ,আমরা ওদের কে কোন মারধর করি নাই। 

এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।