সিরাজদিখানে জাতির পিতার ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১৪:৫২ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০২:২৭
নানা কর্মসূচির মধ্য দিয়ে মুন্সীগঞ্জ সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, সিরাজদিখান উপজেলা প্রশাসন, সিরাজদিখান সার্কেল পুলিশ, সিরাজদিখান থানা পুলিশ, সিরাজদিখান সাবেক ছাত্রলীগ ফোরাম,সিরাজদিখান কৃষকলীগ,সাথী সমাজকল্যান সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে বেলা ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিকের স ালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরোদ্দোজা চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ,মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, এস এম সোহরাব হোসেন, আব্দুল মতিন হাওরাদার,ইকবাল হোসেন,আব্দুল শেখ করিম প্রমুখ ।
এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চত্বরে বঙ্গবন্ধুর প্রতিক্রিতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাস,উপজেলা কৃষি কর্মকর্তা কল্যান কুমার সরকার,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত