আদমদীঘিতে জংশন স্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৫৪ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২২:৪৮
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। গত বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে প্রায় অর্ধশতাধিক শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, সান্তাহার পৌর শহরের গরীবের রাজা নামে খ্যাত আজিজুল হক রাজা প্রমূখ। এদিকে একই দিন রাতে সান্তাহার জামিয়া মাহমুদিয়া জাফরিয়া রওজাতুস-সুন্নাহ্ মাদ্রাসায় ২০জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, কয়েকদিন থেকে প্রচন্ড শীতে অস্থির হয়ে পড়েছে জনজীবন। এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। অনেকের গরম কাপড় না থাকায় কষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে। এদের কথা ভেবে সরকার শীত নিবারণের জন্য শীতবস্ত্র বরাদ্দ করেন। ফলে অসহায়, দিনমজুর ও ছিন্নমূল মানুষের মধ্যে এই শীতের উপহার পৌঁছে দিচ্ছি। প্রত্যাশা করছি এই গরম কাপড় পেয়ে তারা খুব উপকৃত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত