সিরাজদিখানে কিংবদন্তি অভিনেত্রী কবরীর স্মরণে সভা ও মিলাদ মাহফিল
প্রকাশ: ৮ মে ২০২১, ২০:৩৬ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:৩২
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় বাংলাদেশ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কোন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য ঢাকা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী বেগম কবরী সারোয়ারের মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজদিখান শাখার উদ্যোগে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৮মে (শনিবার) বিকাল সারে ৫টায় সিরাজদিখান কেন্দ্রীয় সমবায় সুপার মার্কেটে সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজদিখান শাখার উদ্যোগে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান বঙ্গবন্ধু সালস্কৃতিক জোটের সাধারণ সম্পাদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় সিরাজদিখান বঙ্গবন্ধু সালস্কৃতিক জোটের সভাপতি বিল্লাল হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা । অনুষ্ঠানের শুরুতেই কিংবদন্তি অভিনেত্রী বেগম কবরী সারোয়ারের মৃত্যুতে সবাই এক মিনিট নীরবতা পালন করেন। স্মরন সভায় কিংবদন্তী প্রয়াত অভিনেত্রীর চলচিত্র ও রাজনৈতিক কর্মময় জীবনী নিয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা,বিলাল হোসেন, ইকবাল হোসেন, হাফেজ ফজলুল হক, যমুনা টিভি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সুব্রত দাস রনক ইকবাল মৃধা,মোশারফ হোসেন,ঢালী মোঃ শহিদ,জাহিদ শিকদার,আবু সাঈদ, রাসেল শেখ,সারোয়া এ আলম,হারুণ অর রশিদ,ইলিয়াস সরদার,আনোয়ার চোকদার,জাহাঙ্গির বাদশা,অভিষেক ঘোষ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত