সিরাজদিখানে একটি বসত ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১৫:৫৫ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮
মুন্সীগঞ্জ সিরাজদিখানে একটি বসত ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৩ অক্টেবর) রাতে উপজেলার ইছাপুরা ইউপির রাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত অনুমান ৯টার দিকে ঘরটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
ঘরটির আসবাপত্র খুটি ও টিন পুড়ে ধুমরে মুচড়ে পরায় বিশ্রী গন্ধ ধূয়া পেয়ে প্রতিবেশীরা দৌড়ে এসে চিৎকার শুরু করেন। ঘরটির মালিক রাতে বাড়িতে না থাকায় এমটি হয়েছে। ওই সময়ে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করে ব্যর্থ হয়। প্রায় ১ ঘন্টা পর বাড়ির মালিক নার্গিস আক্তার লোকজন ঘটনাস্থলে পৌছালেও আগুন ততক্ষনে ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে আঙ্গারে পরিনত করে দেয়। ঘরের মালিক নারগিস আক্তার জানান, পূর্বশত্রুতার জের ধরে আমার বসত ঘরটিতে আগুন দিয়েছেন। একটি টিভি,খাট,মোবাইল .আসবাপত্রসব পুড়িয়ে আমাকে ও আমার পরিবারকে হত্যা চেষ্টা চলমান রয়েছে। পুড়ে যাওয়া ঘর ও মালামালের ক্ষয়ক্ষতির পরিমান প্রায ৫০ হাজার টাকা। ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া জানান, তার সাথে কার এমন বিরোধ চলছে কখনও তাদের ঘরে আগুন দেওয়ার কথা আমরা কেউ ভাবতে পারিনি। তার কোন দোসররা এঘটনা ঘটাতে পারে।
সিরাজদিকান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত