সিরাজদিখানে আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেস্টার অভিযোগ

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৯ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাত্র পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।  গত বুধবার বিকেলে  সারে ৫টায় উপজেলার উত্তর আবিরপাড়া ছৈযালবাড়ি একটি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, খেলতে থাকা অবস্থায় শিশুটিকে ফুঁসলিয়ে শিশিুটির বড় চাচা মোস্তফা ছৈয়ালের বাড়ির ছাদে নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্ত চাচাতো ভাই মোঃ কাউছার ছৈয়াল। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়েলে বাড়ির ছাদে শিশুর চাচী রত্না বেগম ওই অবস্থায় দেখে ফেলে । পরে পরিবার বিষয়টি জানতে পারে এবং তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার্স ইনচজার্চাজ (ওসি) মোঃ আবু বকর জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে এবং শিশুটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত