সাভারে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে ৬ জন জাতীয় বার্নে ভর্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ |  আপডেট  : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৮

সাভারের হেমায়েতপুরে গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ দগ্ধ ৬ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, জিসান (২০), আমেনা (৬০), শিল্পী (৩৫), সজিব (৭), সুজাত মোল্লা (২৬) ও হালিমা খাতুন (৪২)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর নালিয়াসুতী এলাকার নোয়াব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি বলেন, সাভারের হেমায়েতপুর থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ৬ জনকে আমাদের জন্য বিভাগে আনা হয়। তাদের মধ্যে জিসানের শরীরের ১৫ শতাংশ, আমেনার শরীরের ৬০ শতাংশ, শিল্পীর শরীরের ১৬ শতাংশ, সজীবের শরীরের ১৭ শতাংশ, সুজাত মোল্লার শরীরের ৪০ শতাংশ ও হালিমা খাতুনের শরীরের ৪১ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত