সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের ২ দিনের রিমান্ড, অসন্তোষ বাদী পক্ষ
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১৩:৫১ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭
দ্রুত বিচার আইনের মামলায় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ অক্টোবর) বেলা ১১টায় দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র এই আদেশ দেন। একই মামলার অন্যান্য আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল হক।
বাদী পক্ষের আইনজীবীরা অসন্তোষ প্রকাশ করে জানান, পুলিশ তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আন্দোলন ও সহিংসতার পেছনে মুহিবুর রহমান মানিকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দীর্ঘমেয়াদী রিমান্ডের প্রয়োজন ছিল।
আইনজীবীরা আরও বলেন, তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে আরও রিমান্ডের দরকার ছিল। মুহিবুর রহমান মানিককের বাড়িতে একটা সময় অস্ত্রের কারখানা ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেলেই আওয়ামী লীগ, যুবলীগের অবৈধ অস্ত্র কোথা থেকে আসলো তা বের হবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহিরের ভাই ২ সেপ্টেম্বর দ্রুত বিচার আইনে আদালতে মামলা দায়ের করেন, যেখানে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করা হয়।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত