সাত বছর পালিয়ে থাকা মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ১০:৪৭ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১০:৪৪
মাদারীপুরে গৃহবধু শাহজাদী আক্তার হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসাম উজ্জ্বল খানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ৩টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উজ্জ্বল খান মাদারীপুর পৌর শহরের রকেটবিড়ি এলাকার শুকুর খাঁয়ের ছেলে। তিনি ২০১৬ সালে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গত ৭ বছর ধরে পলাতক ছিলেন। মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে ২০১৩ সালে ২৮ জুলাই সদর উপজেলার মাদ্রা এলাকার শাহ আলম খানের মেয়ে গৃহবধু শাহজাদী আক্তারকে তার স্বামী বাবু সরদার, বাবু সরদারের বন্ধু নাইম চৌকিদার এবং উজ্জল খান তিন জন মিলে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে নৃশংসভাবে খুন করে। এ ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে মামলা করে। পরে দীর্ঘ তদন্ত শেষে সদর থানার পুলিশের উপ- পরিদর্শক সুলতান মাহমুদ এবং সিরাজুল ইসলাম মৃত্যুদন্ড প্রাপ্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে ২০১৮ সালের ২৫ অক্টোবর আদালতের বিচারক উপযুক্ত প্রমাণাদি শেষে অভিযুক্ত তিনজনকে ফাসির রায় প্রদান করেন। রায়ের সময় দন্ডপ্রাপ্ত আসামি উজ্জ্বল খান পলাতক ছিল। তিনি দীর্ঘদিন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন মাদারীপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক মো. কবির হোসেন ও তার সঙ্গীরা।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আসামী উজ্জ্বল খান দীর্ঘদিন ধরে আত্ম গোপনে ছিলেন। পরবর্তীতে তা খোঁজ পেয়ে গতকাল রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামীকে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত