সমবায়ীদের নিয়ে কাউনিয়ায় দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ২ অক্টোবর ২০২৪, ১৭:৫২ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১২

উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা সমবায় কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে কাউনিয়া উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দদের নিয়ে বুধবার উপজেলা হল রুমে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

ভ্রাম্যমান প্রশিক্ষনে প্রশিক্ষণ প্রদান করেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহায্গীর আলম, প্রশিক্ষক জেলা সমবায় কার্যালয় মোঃ নুরুন্নবী বসুনিয়া, সহকারী পরিদর্শক উপজেলা সমবায় কার্যালয় মোছাঃ রেহেনা পারভীন। বক্তব্য রাখেন সমবায়ী সারওয়ার আলম মুকুল, হুমাযুন কবির তারা প্রমূখ। প্রশিক্ষণে রাজস্ব খাতের আওতায় সমবায় সমিতি আইন ও বিধিমালা  সম্পর্কে ধারনা, সমবায় ভিত্তিক উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তুতকরন ও সমবায়ীদের দক্ষ জনগোষ্ঠি হিসেবে গড়ে তোলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা বিভিন্ন সমবায় সমিতির ২৫জন সমবায়ী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত