শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২২ মে ২০২২, ১৫:১৮ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:৫৩

গতকাল শনিবার ২১ মে শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে পালিত হয়। কর্মসূচির সূচনা হয় বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে। ব্যানার সামনে দিয়ে পুনর্মিলনীর গেঞ্জি ও ক্যাপ পরিহত সদস্যরা র‌্যালীতে অংশ গ্রহণ করেন। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। মোগল এম্পেয়ার হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলার কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোশারফ হোসেন।

আলোচনারত (বাম থেকে)  মোঃ জয়নাল আবেদীন, উপদেষ্টা ডা. মাজহারুল হক, আলী আহমেদ, খোরশেদ চৌধুরী

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। যুগ্নু সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন সুজনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জি এম  এ লতিফ। আলোচনা সভায় কল্যাণ সমিতির লক্ষ্য, উদ্দেশ্য ও জনসেবার গুরুত্ব তুলে ধরে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন প্রবীণ উপদেষ্টা ও ইসলামী ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, উপদেষ্টা ডা. মাজহারুল হক, আলী আহমেদ, খোরশেদ চৌধুরী, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ মিজানুর রহমান , নুরুল ইসলাম, মনিরুজ্জামান, ফিরোজ আলম, আবুল কাশেম শিকদার, দেওয়ান আবুল কাশেম, সামিউল আলম, কোষাধ্যক্ষ নান্নু হাজী, শিক্ষা সম্পাদক শাহাদাত হোসেন আকাশ।

তৃতীয় পৃর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত