পদ্মা থানা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় হেলপার নিহত
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৬:৪৮ | আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২৩:৩৫
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া-এক্সপ্রেসওয়ের পদ্মা থানা এলাকার কাজির পাগলায় যাত্রীবাহী বাসের চাপায় গাংচিল পরিবহনের হেলপার তাহসিন মাহমুদ রিফাত(২৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায় মঙ্গলবার সকাল সারে ৭ টায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী সার্ভিস লেনে ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়ামুখী গাংচিল পরিবহনের (ঢাকা মেট্রো -ব-১৪-২৪৬৫)গাড়ী থেকে ছিটকে পরে যায় ঐ গাড়ীটির হেলপার তাহসিন মাহমুদ রিফাত। এসময়ে ঐ গাড়ীটির পিছনের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় বাসটির হেলপার।নিহত হেলপার রিফাত ঢাকার দোহার উপজেলার বতুয়া গ্রামের ফিরোজ আলমের পুত্র।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান ঘটনার পরপরেই হাইওয়ে পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করেছে।আইনি ব্যাবস্থ্যা পক্রিয়াধীন রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত