শ্রীনগরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত 

  নজরুল ইসলাম ,  শ্রীনগর ( মুন্সিগঞ্জ)  প্রতিনিধিঃ 

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ২১:০৮ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০৬:৩২

মুন্সীগঞ্জের শ্রীনগরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে   হাসপাতালের  সভাকক্ষে  এই মিটিং  অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাহি বদরুদ্দোজা চৌধুরী। তিনি বিগত সভার সিদ্ধান্তের আলোকে স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। জনগণের টাকায় নির্মিত ট্রমা সেন্টার বিলম্বিত হস্তান্তরের বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন , এবং যথাশীঘ্র ট্রমা সেন্টার চালু কারার জন্য দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। 

এসময় আর বক্তব্য রাখেন ,  উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ,  উপজেলা পরিষদ  চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হক , ডাঃ আব্দুল হকিম,  শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি  মোঃ নজরুল ইসলাম ,  সমাজসেবা কর্মকর্তা মাহফুজা পারভীন , পরিবার পরিকল্পনা কর্মকর্তা , মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মাষ্টার , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন  উর রশীদ ও ষোলঘর এ কে এস কে বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ব্যবস্থাপনা কমিটির অন্নান্য সদস্যবৃন্দ।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত