শ্রীনগরে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২১, ০৯:৪৯ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০১:৫৬
শ্রীনগরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হক, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা বিকল্পধারার আহবায়ক ডাঃ এম এ হাকিম, জাতীয় পার্টির সভাপতি আব্দুল জলিল পাঠান, আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শেখ মোঃ আলমগীর, হারুন অর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা মোঃ নোমান, সুফিয়া এ হাই খান গার্লস স্কুলের প্রধান শিক্ষক নুরে আলম, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, যুবধারার যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম নিশি, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম জিকু প্রমুখ।
সভায় বিজয়ের সুবর্ণ জয়ন্তীর প্রতিটি অনুষ্ঠান জাক জমক পূর্ণ ভাবে উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত