শ্রীনগরে জাতীয় গনহত্যা দিবস পালন ও স্বাধীনতা দিবসের পুরস্কার বিতরণ
প্রকাশ: ২৫ মার্চ ২০২২, ২০:৪৮ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২১:০৯
শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় গনহত্যা দিবস পালন ও জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে । ২৫ মার্চ শুক্রবার বিকেলে উপজেলা মিলনায়তনে ইউ এন ও প্রনব কুমার ঘোষের সভাপতিত্ত্বে অনুষ্ঠান দুটি হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি ব্যারিষ্টার সজীব আহাম্মেদ, উপজেলা আবাসিক স্ব্যাস্থ্য কর্মকর্তা সংকর চন্দ্র পাল, উপজেলা কৃষি কর্মকর্তা সান্ত্বনা রানী, সমাজ সেবা কর্মকর্তা মাহফুজা পারভীন চৌধুরী , মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস ,শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ২৬ মার্চ ও জাতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার পুরষ্কার প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত