জিয়াাউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আদমদীঘিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:২২

বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বাদ যোহর আদমদীঘি রেলস্টেশনের পাশে এমদাদুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা বিএনপি'র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, নরসতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চঞ্চল, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, যুবদল নেতা শামীম আহমেদ, আরিফুল হক রোমান, সাগর হোসেন, তহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, সোহাগ মন্ডল, শরিফুল মোল্লা, ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নাঈম ইবনে হাসান শাওন, বাপ্পি হাসান রাহুল, কৃষক দলের সদস্য সচিব আবু রায়হান, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, মহিলা দলের সভানেত্রী রিনা খাতুন, মৎস্যজীবী দলের সভাপতি কামাল হোসেন, কোকো পরিষদের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক বুলু মাহমুদ ঠান্ডুসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত