শীতের নিমন্ত্রণ 

  আব্দুস সাত্তার সুমন 

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:৪৭ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬

শীতের নিমন্ত্রণ 
আব্দুস সাত্তার সুমন 

 

শশুর বাড়ি মধুর হাড়ি 
করবে নাকি নিমন্ত্রণ,
শীতের পিঠার আয়োজনে 
জামাইদেরকে আমন্ত্রণ।

চিতই পিঠা, হাঁসের মাংস 
ভাপা পিঠা, সেমাই,
গরুর মাংস, মুরগির ঝোলে 
পছন্দ করে জামাই। 

নাতি, পুতি, আসবে মেয়ে
থাকবে দু'দিন তবে!
মধ্যরাতে গরম গরম 
বারবিকিউ হবে। 

মিলন মেলার মহা উৎসব 
শ্বশুর বাড়ি এসে,
শীতের দিনে মহাভোজন 
উনন পাড়ে বসে।

শালা, শালি কত মানুষ 
খাওয়া-দাওয়ার ধুম,
গিন্নি আমায় ডাক দিয়ে
ভেঙে গেল ঘুম। 

কবি - আব্দুস সাত্তার সুমন 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত