শোক দিবসে বাগেরহাটে খাদ্য সামগ্রী বিতরণ ও গাছের চারা রোপন
প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ১১:১৬ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ০৫:০৬
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। রবিবার (১৫ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই খাদ্য সামগ্রী করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাছের চারা রোপন করা হয়। গুচ্ছ গ্রামে বসবাসরত ভূমিহীন পরিবারের মাঝে পাঁচটি করে গাছের চারা বিতরণ করা হয়।
এসব কর্মসূচিতে, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত