শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ১৯:৫৪ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৮
আগামীকাল শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগ সরকার টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছে। এই মেয়াদের তিন বছর পূর্তি হচ্ছে শুক্রবার। প্রধানমন্ত্রী বর্তমান সরকারের চার বছরে পদার্পণ উপলক্ষে ভাষণ দেবেন।
২০১৯ সালের ৭ জানুয়ারি বর্তমান মেয়াদে আওয়ামী লীগ সরকার শপথ গ্রহণ করেছিল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত