দৈনিক মুন্সিগঞ্জের বার্তার মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৩:০৭ | আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৭:০১

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মঙ্গলবার রাত ৯টায় দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পত্রিকার মতবিনিময় ও পরামর্শ সভা মাসিক বিক্রমপুর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর প্রধান সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট এবং পরিচালনা করেন সম্পাদক আশরাফ ইকবাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহসম্পাদক শাহিদুল হাসান শাওন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পত্রিকার সহযোগী সম্পাদক মিজান খান, নির্বাহী সম্পাদক বর্ষণ মোহাম্মদ, বার্তা সম্পাদক আবু নাসের লিমন, মাল্টিমিডিয়া ইনচার্জ সাইদ হাসান আফরান, অনলাইন ইনচার্জ ফরহাদ হোসেন জনি, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা, সিরাজদিখান প্রতিনিধি সিজান খান, ছাত্রনেতা রাতুল হাসান শান্ত, মোহাম্মদ ইয়ামিন শেখ, জুয়েল শেখ, গণঅধিকার পরিষদের মুন্সিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক সৌরভ মাঝি, ডিজিটাল প্রতিনিধি মিলন হাওলাদার, দৈনিক আমার দেশ টঙ্গীবাড়ি প্রতিনিধি আমিরুল ইসলাম মামুন, মাসিক বিক্রমপুর লৌহজং প্রতিনিধি আসাদুজ্জামান, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম, সাংবাদিক সালাম, মোহাম্মদ সিবগাতুল্লাহ, আসলাম শেখ, মাসিক বিক্রমপুর-এর নির্বাহী সম্পাদক সৈয়দ নির্ঝর হাসান, দৈনিক মুন্সিগঞ্জ বার্তা-এর বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রাজু, এটিভি নিউজ ২৪-এর নির্বাহী সম্পাদক আসিফ বাধন, রায়হান বাউলসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ।
আলোচনার শুরুতে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর ঘোষণাপত্র (ডিক্লেয়ারেশন) প্রাপ্তির প্রক্রিয়ায় যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের প্রতি উপস্থিত সবাই কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত