শুক্রবার রাতে ৭ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলুন
প্রকাশ: ৩ মে ২০২৩, ১১:৩৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭
৫ মে [শুক্রবার] রাতে ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।
বুধবার [৩ মে] এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ [বেবিচক]।
বেবিচক জানায়, আগামী শুক্রবার [৫ মে] রাত ১১টা থেকে পরদিন শনিবার [৬ মে] সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।
এতে আরও বলা হয়েছে, বিমানবন্দরের সামনের উড়াল সড়কের নির্মাণকাজের জন্য ওই সাত ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত