ভুটানকে ৩ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ১৯:৫৩ |  আপডেট  : ১২ মে ২০২৫, ১৪:২৪

সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ বিকেলে ভারতের অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে 'এ' গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভূটানের বিপক্ষে ৩ গোলের বড় জয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। 

টুর্নামেন্টে 'এ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেও মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আজ ভূটানের বিপক্ষে ম্যাচে হারলে কিংবা ড্র করলেও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের সামনে। তবে তাকিয়ে থাকতে হতো অন্য ম্যাচের ফলাফলের দিকে। কিন্তু ভূটানের বিপক্ষে ৩-০ গোলের জয়ে সরাসরি সেমিতে খেলা নিশ্চিত বাংলাদেশের। 

মালদ্বীপ ম্যাচের মতো এই ম্যাচে এগিয়ে যেতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। ১৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে বল পেয়ে গোল করেন মুর্শেদ আলী। ২৮ মিনিটে দ্বিতীয় গোলেও অবদান রাখেন মুর্শেদ। 

মুর্শেদের দেওয়া পাস থেকে বল পেয়ে গোল করেন সুমন সোরেন। এদিকে ম্যাচের দ্বিতীয়ার্ধেও কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি ফুটবলাররা। তবে ম্যাচের যোগ করা সময়ে মুর্শেদের ক্রসে দারুণ প্লেসিংয়ে ব্যবধান বাড়ান নাজমুল।এই গোলেই ৩ গোলের জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করল বাংলাদেশ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত