শিবগঞ্জে ভ্যানচালকের হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার
প্রকাশ: ৩ মে ২০২১, ১৯:১৪ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোখলেছুর রহমান (৬৫) নামের এক অটোভ্যান চালকের হাত-পা বাঁধা অবস্থ্য়া গলাকাটা লাশ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের সোবহানপুর পোড়াবাড়ি পোল্লাদেরপাড় নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোখলেছুর উপজেলা কিচক ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের মৃত আলীমউদ্দিন ফকিরের ছেলে।
পুলিশের ও স্থানীয়রা বলছেন, মোখলেছুরকে খুন করে তার ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। রোববার বিকেলে মোখলেছুর অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। সকালে স্থানীয়দের দেয়া খবরে তার লাশ উদ্ধার করে পুলিশ। জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে মোখলেছুরকে খুন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও ভ্যান উদ্ধারের জোর চেষ্টা চালানো হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত