শনিবার রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২০ মে ২০২২, ১৬:২০ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ১১:২৮

আগামীকাল শনিবার (২০ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস লাইনে জরুরি কাজের জন্য এই সমস্যার হবে বলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

রাজধানীর মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২, ১৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ডিওএসএইচ পর্যন্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেইসঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকার সম্ভাবনা রয়েছে। 

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত