লকডাউনের তৃতীয় দিনে শিমুলিয়া ঘাটে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট  

  লৌহজং(মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ৭ এপ্রিল ২০২১, ১৯:১৩ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:৩৩

লকডাউনের তৃতীয় দিনেও শিমুলিয়া ঘাটে  মানুষের জেন কোন রকম কমতি ছিলোনা ফেরি পারাপারে। গণপরিবহন সহ দোকানপাট সবই ছিলো উম্মুক্ত।সারা দেশে তৃতীয় দিনের মত লকডাউন চলাকালিন সময়ে মানুষের ভিতর কোন রকম প্রতিক্রীয়া দেখা যায়নি। মাস্ক নেই কারো মুখে, সামাজিক দুরুত্বের কথা ভাবাই যায়না। প্রতিদিনের মত শিমুলিয়া ঘাটে ছিলো যাএীদের চাপ। জরুরী পন্যবাহী ও রোগীবহন কারী পরিবহনকে অগ্রাধিকার না দিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল ও গণপরিবহন ফেরিগুলো পরিপূর্ন হয়ে যায় ঘাটে ভিরতেই। ১৩ টি ফেরির মধ্যে মাএ ২টি ফেরি চালু রেখে চলছে জরুরী সেবা প্রদানকারী পরিবহন পারাপারে নামে যাএী ও গণপরিবহন পারাপার। বুধবার শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায় দীর্ঘ ১৩ কিলোমিটার পর্যন্ত যানজট। শিমুলিয়া ঘাট থেকে শ্রীনগর কেওয়াটখালী পর্যন্ত পন্যবাহী গাড়ীর দীর্ঘ সারি। 

মাওয়া  ট্রাফিক সার্জন মো. হিলাল উদ্দিন জানান, সকাল বেলা থেকে যাএী ও পন্যবাহূী জরুরী সেবা প্রদান কারী পরিবহন গুলো দীর্ঘ সারে দিয়ে দাড়িয়ে আছে পারের অপেক্ষায়। একটি ফেরি ভিরতেই যাএীরা যেন হুমরী খেয়ে পড়ছে ফেরিতে উঠতে। কোন ভাবেই যেন যাএীদের ঠেকানো যাচ্ছে না। এই সুযোগে এক শ্রেনীর অসাধু পরিবহন ব্যবসায়ীরা ভাড়া বারিয়ে দিয়ে সাধারন যাএীদেরকে জিম্মি করে বেশি ভাড়া আদায় করছে। কোন রকম নিয়মের তোয়াক্কা না করে শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় যাএীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে বুধবার সকাল থেকে। থানা ও উপজেলা প্রশাসন হিমসিম খাচ্ছে এসব যাএীদের সামাল দিতে। কাক ফাটা প্রচন্ড গরম আর করোনা ভয় কোনটাই যেন বাধ মানছে না যাএী পারাপারে।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত