রাজৈরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু, আহত একজন

  শফিক স্বপন মাদারীপুর

প্রকাশ: ২১ মে ২০২২, ১৯:৪০ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮

মাদারীপুরের রাজৈরে তাল তালশাঁস পারতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অপর একজন। মাদারীপুরের রাজৈরে তাল গাছ থেকে তালশাঁস পারতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ভ্যান চালক বিকাশ মারা গেছে। একইসাথে আরো একজন গুরুতরভাবে আহত হয়।

শুক্রবার (২০ মে) দুপুরে উপজেলার দক্ষিণ রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। আহত তাপসকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, তালশাঁস পাড়তে বাঁশ দিয়ে তাল গাছে ওঠার সময় পা পিছলে হাই ভোল্টেজ (৩৩ হাজার ভোল্টেজ) তারের উপর পড়ে যায়। এসময় বিকাশ ও তাপস গুরুতরভাবে আহত হয়। পরে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাশকে মৃত্যু ঘোষণা করেন এবং তাপসকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেন।

ওসি আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত