যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মামলায় আলাল ও নিরবসহ ৮ জনের কারাদণ্ড
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১৪:২৬ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৭:১৮
২০১৩ সালে রাজধানীর ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরবসহ আটজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় ঘোষণা করেন। আলালের আইনজীবী মোসলেহ উদ্দিন জসিম এবং তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পৃথক দুটি ধারায় কারাদণ্ড দেন বিচারক। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেন বিচারক।তবে উভয় ধারার সাজা একত্রে হওয়ায় তাদের দুই বছরের কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও ইব্রাহীম।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর ধানমন্ডি সাত মসজিদ রোডে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে মামলা দায়ের করেন। এর পর ২০১৪ সালের ১৫ ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত