যাত্রাবাড়ীতে জীবিত তক্ষকসহ যুবক আটক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪১ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩
রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুটি জীবিত তক্ষকসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম নিউটন চাকমা।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে যাত্রাবাড়ীর কুতুবখালী পকেট গেটের চেকপোস্টে তল্লাশি করে দুই তক্ষক উদ্ধারসহ তাকে আটক করা হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, নিয়মিত তল্লাশি করার সময় সন্দেহ হয়ে নিউটনকে। পরে তার কাছ থেকে তক্ষকগুলো উদ্ধার করা হয়। এ তক্ষকগুলো খাগড়াছড়ি থেকে এনে ফরিদপুরের এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল।
এসআই মনির জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র এ বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা করে আসছিল। নিউটন সেই চক্রের সদস্য কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তক্ষকগুলো বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত