মেহেরপুর শহরে সড়ক দূর্ঘটনায় নিহত এক

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১৯:৪৫ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪২

মেহেরপুর শহরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল দশটার দিকে মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ডে পাশের গলি থেকে ভ্যান নিয়ে রাস্তা পার হওয়ার সময় তাহের আলী (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। 

জানা গেছে মেহেরপুর শহরের শেখ পাড়ার মৃত শুকুর আলীর ছেলে তাহের আলী। এসময় প্রত্যক্ষর্দশীরা জানান, মেহেরপুর-কাথুলী সড়কে একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৮-২১০৯) পিছন দিকে ধাক্কা খেয়ে ভ্যান চালক তাহের আলী ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে মারাত্মক ভাবে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের র্কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এঘটনায় মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা খান জানান- ঘটনাটি শুনেছি সেখানে পুলিশ পরিদর্শন করেছে তদন্ত চলছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত