মেহেরপুর জেলা প্রশাসকের স্বেচ্ছায় রক্ত দান
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১৯:৩৮ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১৮:২২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান স্বেচ্ছায় রক্ত দান করেছেন। রবিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান নিজেয় রক্ত দিয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বেচ্ছায় রক্তদান করলাম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ-আল-আসাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, কাজী মোহাম্মদ অনিক ইসলাম, মাহমুদুল হাসান, মিথিলা দাস প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত