মেহেরপুরে রাতের আধারে জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২১ মে ২০২২, ১৯:২৯ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ২১:৩৪

মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর গ্রামের বেঙ্গগাড়ির মাঠে দুই কৃষকের তিন বিঘা জমির ধান ও বিছালি রাতের আধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্থ কৃষক আনিসুর রহমান বলেন, আমি দিনমুজর করে ২৫ কাঠা জমিতে ধান রোপন করেছিলাম। ফলনও ভালো হয়েছিলো। দুই দিন আগে ২৫ কাঠা জমির ধান কেটে পরের দিন মাড়াই করার জন্য গুছিয়ে  রেখেছিলাম। বৃহস্পতিবার রাত আনুমানিক ১২ টার পর আমাকে গ্রামের কিছু মানুষ ডেকে বলে জমিতে কেটে গুছিয়ে রাখা ধানে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি ২৫ কাঠা জমির ধান পুড়ে ছায় হয়ে গিয়েছে। 

তিনি আরও বলেন, এই ২৫ কাঠা জমির ধান দিয়ে আমার সারা বছর চলে যেত, এখন আমি কি খাবো ?  আমি যে নিঃশ্ব হয়ে গেলাম ! কিছু দিন আগে তিনি একটি বসত বাড়ি কিনেছিলেন ঈদের কিছু দিন পর সেই বাড়িতেও দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছিলো। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত