মেহেরপুরে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১০:০৫ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১৮:২৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকালে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে ৩ দিন ব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপি পল্লব ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, মাশতুরা আমিনা, নাহিদ হোসেন, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান, সদর থানার ওসি শাহ দারা খান প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় মোট ২৭ টি স্টল স্থান পেয়েছে। এ সময় অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত