মেহেরপুরে দশটি মসজিদে আর্থিক অনুদানের চেক প্রদান
প্রকাশ: ২৫ জুন ২০২১, ১৫:৫২ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭
চলতি ২০২০-২০২১ অর্থবছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় পৌরসভা ওয়ারি দ্বিতীয় কিস্তির অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। মেহেরপুর পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার রাতে পৌরসভা মিলনায়তনে মেহেরপুর পৌর এলাকার দশটি মসজিদে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে টি আর এর ৪ লক্ষ ৩৪ হাজার ৩৩৪ টাকা সহ মেহেরপুর পৌর মেয়রের ব্যক্তিগত অর্থসহ প্রত্যেকটি মসজিদে ৪৫ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক প্রদান অনুষ্ঠানে মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, মেহেরপুর জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিকী, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আল মামুন সহ পৌর এলাকার ১০ টি মসজিদের সভাপতি এবং সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত