মেহেরপুরে জেলা যুবলীগের উদ্যোগে ফ্রী হাট
প্রকাশ: ৭ মে ২০২১, ১৬:১৮ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত সীমিত আকারে মানুষের চলাচলের জন্য কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে মাছ,শাক-সব্জিসহ বিভিন্ন ধরণের তরি-তরকারি ফ্রী হাটের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটন এর উদ্যোগে ফ্রী হাটের মাধ্যমে কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে মাছ, আলু, মিষ্টি কুমড়া, পুঁইশাক, ঢেঁড়স, লাউ, পটল, কাঁচামরিচ, পেঁয়াজ বিতরনের উদ্বোধন করেন।
জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকার ঘোষিত মানুষের চলাচল সীমিত করার কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে এ সময় অসহায় সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করার জন্যই এই আয়োজন।
এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, মাহবুব ডালিম, ইউনুস আলী সহ যুবলীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত