মেহেরপুরে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১৯:৪৪ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০১:১৫
মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশেষভাবে তৈরি মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালাম, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম উপস্থিত থেকে প্রথমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন। এরপর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জেলাবাসীর পক্ষে এবং পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা, মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, মেহেরপুর ক্লাবের পক্ষে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।
পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম জেলা পুলিশের পক্ষে, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল জেলা পরিষদের পক্ষে, মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নাসির উদ্দীন স্বাস্থ্য বিভাগের পক্ষে, মেহেরপুর পৌর সভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন পৌরসভা ও যুবলীগের পক্ষে, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ মোঃ রফিকুল আলম জেনারেল হাসপাতালের পক্ষে, মেহেরপুর জেলা আওয়ামীলীগের পক্ষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন।
এছাড়াও মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগ, মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজ, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেহেরপুর আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, মেহেরপুর এলজিইডি, পাসপোর্ট অফিস, মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর টিটিসি, মেহেরপুর জেলা কারাগার, মেহেরপুর জেলা ছাত্রলীগ, মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগ, টি এম সি সি, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, মেহেরপুর জেলা যুবলীগ, মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগ, মেহেরপুর জেলা যুব মহিলা লীগ, মেহেরপুর জেলা আইনজীবী সমিতি, মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা পূজা উদযাপন পরিষদ, মেহেরপুর এনজিও সমিতি পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত