মেহেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি ও মশাল প্রজ্জ্বলন 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১৬:০৪ |  আপডেট  : ২ মে ২০২৫, ১৮:১৭

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ,মেহেরপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, মৃত্তিকা গ্রুপ থিয়েটার  সহ সকলের সম্মিলিত আয়োজনে মোমবাতি ও মশাল প্রজ্বালন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এ সময় বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম,পিপি পল্লব ভট্টাচার্য,প্রফেসর হাসানুজ্জামান মালেক,মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডঃ ইব্রাহীম শাহিন, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হসেন আসিফ,সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মতিউর রহমান মতিন, মৃত্তিকা গ্রুপ থিয়েটার এর সভাপতি মানিক হোসেন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত